ডিসেম্বরের মধ্যেই ব্যাংক খাতে বড় সংস্কার: অর্থ উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০৭-২০২৫ ০৩:০৯:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৭-২০২৫ ০৩:১২:১৬ অপরাহ্ন
ফাইল ছবি
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ব্যাংকিং খাতের কাঙ্ক্ষিত বড় সংস্কারগুলো বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।বুধবার (২ জুলাই) রাজধানীর পুরান পল্টনে ‘এসএমই ফাউন্ডেশন–ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে বড় সংস্কার প্রয়োজন রয়েছে। দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। গ্রাহকের জমা রাখা অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ব্যাংকগুলোকে।’
তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠনের জটিলতা ও বিভাজন ইস্যুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের কিস্তি ছাড় বিষয়ক বৈঠকে বসতে চায়নি। ‘এনবিআর চেয়ারম্যানের পাঠানো চিঠি আইএমএফ আমলে নেয়নি, বিষয়টি আমাকে ব্যাখ্যা করতে হয়েছে,’ বলেন তিনি।এসএমই খাতের প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘অর্থনীতিতে এসএমই খাতের অবদান অনেক। নারী ক্ষমতায়নেও এই খাতের অবদান অনস্বীকার্য। তবে বর্তমানে এসএমই খাতে অর্থায়ন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পেতে নানা ভোগান্তির শিকার হন। অথচ এই খাতে ঋণ পরিশোধের হার তুলনামূলকভাবে ভালো।’তিনি বলেন, ‘এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ডিজিটাল ডেটাবেজ তৈরি করতে হবে। এখনও অনেক ক্ষেত্রে হার্ডকপি নির্ভরতা আছে, যা আধুনিক ব্যাংকিংয়ের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’
পলিসিমেকার ও ব্যাংকারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই খাতে প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংককে আরও সক্রিয় হতে হবে। অর্থ মন্ত্রণালয়ও প্রয়োজনীয় সহায়তা দেবে।’ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘এসএমই খাতে নারীদের অংশগ্রহণ কিছুটা কমে এসেছে, যা উদ্বেগজনক। এই খাতে টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তি, অর্থায়ন ও দক্ষতার সমন্বয়ে এগোতে হবে।’
অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মাধ্যমে কর্মরত ২০ জন সাংবাদিককে ‘এসএমই–ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়।পুরস্কার বিতরণকালে অর্থ উপদেষ্টা বলেন, ‘এসএমই খাতের অগ্রযাত্রায় সাংবাদিকদের গঠনমূলক রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতিবাচক সাংবাদিকতা অর্থনীতির বিভিন্ন খাতে সংস্কার ও উদ্ভাবন ত্বরান্বিত করে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন গণমাধ্যমের অর্থনৈতিক সাংবাদিকরা।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স