দেশের সবচেয়ে প্রবীণ দুই ব্যক্তি
টাঙ্গাইলের কলিমউদ্দিন-রাহাতুনে বিশ্ব রেকর্ডের আশা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৭-২০২৫ ০৬:১৭:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৭-২০২৫ ০৮:২০:৪৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সিট মামুদপুর গ্রামে দেশের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, কলিমউদ্দিন সিকদারের বয়স ১৩২ বছর এবং একই গ্রামের রাহাতুন নেছার বয়স ১২৬ বছর। তাঁদের দীর্ঘায়ু জীবন ও পরিশুদ্ধ ধর্মীয় জীবনধারা জানতে এবং দোয়া নিতে প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ আসছেন তাদের কাছে।
কলিমউদ্দিন সিকদার
গ্রামের মৃত পিয়ার আলী সিকদারের ছেলে কলিমউদ্দিন সিকদার জন্মগ্রহণ করেন ১৮৯৩ সালে। তাঁর বয়স বর্তমানে ১৩২ বছর বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। বয়সের ভারে কিছুটা নুয়ে পড়লেও স্মৃতিশক্তি এখনও বেশ প্রখর। কিছুদিন আগেও তিনি মসজিদে গিয়ে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। বর্তমানে শারীরিক দুর্বলতার কারণে বাড়িতেই নামাজ আদায় করেন।
তিনি ছয় সন্তানের জনক। তার বড় ছেলের বয়স এখন প্রায় ৮০ বছর। কলিমউদ্দিনের পরিবারের সদস্যরা জানান, তিনি এখনো সারারাত জেগে সন্তান-সন্ততি, নাতি-নাতনিদের জন্য দোয়া করেন। নাতিপুতিরা ভালোবেসে তাকে “বড় আব্বা” বলে ডাকেন। অনেকেই তাকে 'বটগাছ' বলে সম্মান জানান।
স্থানীয় ব্যবসায়ী সুরুজ আল মামুন, কলেজছাত্র সোরাইমান ও কৃষক মাসুম মিয়া বলেন, "সততা, পরিমিত খাদ্যাভ্যাস ও আল্লাহর রহমতেই তিনি এতো দীর্ঘায়ু লাভ করেছেন। তার দোয়া পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।"
রাহাতুন নেছা
একই গ্রামের রাহাতুন নেছা জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালে। বর্তমানে তাঁর বয়স ১২৬ বছর বলে দাবি করা হচ্ছে। তিনি একাদশ সন্তানের জননী। বড় ছেলের মৃত্যু হয় ১৩ বছর আগে ৮২ বছর বয়সে। এক বছর আগে মারা গেছেন তার চতুর্থ সন্তান, যার বয়স ছিল ৬৮ বছর।
বয়সজনিত কারণে কিছুটা স্মৃতিশক্তি হ্রাস পেলেও তিনি এখনও নিজের কাজ নিজেই করতে পারেন। পরিবারের সদস্যদের অনেকেই বিদেশে থাকায় তিনি বর্তমানে বাড়িতে একা থাকেন। পথচারীদের দেখলেই তিনি ডাক দেন, কারও সঙ্গে কথা বলার জন্য। এলাকাবাসীর দাবি, রাহাতুন নেছা বর্তমানে দেশের সবচেয়ে বয়স্ক নারী।
বিশ্ব রেকর্ড প্রসঙ্গ
১১ নম্বর তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজ রেজা বলেন, “এলাকায় এমন প্রবীণ মানুষের উপস্থিতি আল্লাহর রহমতের নিদর্শন। তারা যেন একটি বটবৃক্ষের মতো, যার ছায়ায় পুরো পরিবার আশ্রয় নেয়।”
তিনি আরও বলেন, “গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ হলেন ইংল্যান্ডের জন আলফ্রেড টিনেসউড, বয়স ১১২ বছর, এবং সবচেয়ে বয়স্ক নারী স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরো, বয়স ১১৭ বছর। আমাদের কলিমউদ্দিন ও রাহাতুন নেছার বয়স যদি প্রমাণিত হয়, তবে তারা হতে পারেন বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ ও নারী।”
স্বীকৃতি পেতে প্রয়োজন উদ্যোগ
বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির স্বীকৃতি পেতে হলে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ ও স্বাস্থ্যগত নথিপত্রসহ প্রয়োজনীয় দলিলাদি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ জমা দিতে হবে। তাদের পরিবার ও স্থানীয় প্রশাসন যদি এগিয়ে আসে, তবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব।
সূত্র : ইত্তেফাক
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স