ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​বৃষ্টির মতো পড়ছে টাকা!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৩:৪৫:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৩:৪৫:৫৩ অপরাহ্ন
​বৃষ্টির মতো পড়ছে টাকা! সংবাদচিত্র: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের ইস্ট সাইডে সম্প্রতি ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। আকাশে চক্কর দিতে থাকা একটি হেলিকপ্টার থেকে আচমকাই বৃষ্টির মতো ছিটকে পড়ে নগদ টাকা! শহরবাসী তখন হতবাক এটা কোনো সিনেমার দৃশ্য নয়, ছিল এক মরহুম ব্যবসায়ীর শেষ ইচ্ছার বাস্তবায়ন।শুক্রবার (২৭ জুন) দুপুরে ড্যারেল প্ল্যান্ট থমাস নামের এক প্রয়াত স্থানীয় ব্যবসায়ীর স্মরণে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী কার্যক্রম। জীবদ্দশায় তিনি ছিলেন একটি কার ওয়াশের মালিক এবং এলাকাবাসীর কাছে দানশীল ও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত।

এক প্রত্যক্ষদর্শী যিনি কাছাকাছি অবস্থিত একটি সার্ভিস সেন্টারে কাজ করেন। তিনি বলেন, এটা ছিল তার শেষ উপহার। তার কমিউনিটির জন্য ভালোবাসা প্রকাশের এক অভিনব পদ্ধতি এবং আমি বলব, তিনি তার উদ্দেশ্যে পুরোপুরি সফল হয়েছেন।প্রত্যক্ষদর্শীদের মতে, হাজার হাজার ডলার মূল্যের নোট মাটিতে পড়তে থাকে, আর লোকজন তা ধরতে রীতিমতো ছুটে আসে। কেউ বেরিয়ে আসে গাড়ি থেকে, কেউ দোকান থেকে, কেউবা দৌড়ে আসে আশপাশের এলাকা থেকে। তারা উপর থেকে পড়া নোট কুড়াতে শুরু করেন। পুরো এলাকাটিই যেন হঠাৎ একটি উৎসবে পরিণত হয়।তবে অবাক করা বিষয় হলো এই বিশাল ভিড়েও কোনো বিশৃঙ্খলা হয়নি। ডেট্রয়েট পুলিশ সাময়িকভাবে ট্রাফিক বন্ধ রাখলেও ঘটনাটি ছিল একেবারে সুশৃঙ্খল। স্থানীয় একটি খাবারের দোকানের কর্মী আনায়া টনি বলেন, মানুষের সংখ্যা ছিল অবিশ্বাস্য। কিন্তু পরিস্থিতি ছিল চমৎকার। সবাই কিছু না কিছু পেয়েছে।

এদিকে ড্যারেল থমাসের ছেলে স্মোক জানান, এই উদ্যোগটি ছিল তার বাবার শেষ ইচ্ছা পূরণ এবং একটি বার্তা দেওয়ার জন্য, হয়তো আপনারা আমার বাবাকে চিনতেন না, কিন্তু তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। তার সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি। এই কাজ তার পক্ষ থেকে সবাইকে শেষ আশীর্বাদ।তার শেষ ইচ্ছা অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে একটি হেলিকপ্টার ভাড়া করে আকাশ থেকে নগদ অর্থ ছড়িয়ে দেওয়া হয় স্থানীয়দের উদ্দেশ্যে। এতে উপস্থিত শত শত মানুষ টাকা কুড়াতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রয়াত ড্যারেলের প্রতি কৃতজ্ঞতা জানাতে। সামাজিক মাধ্যমে ঘটনাটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে দ্রুতগতিতে, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ