ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধ চালিয়ে যাবেন নেতানিয়াহু

আপলোড সময় : ২০-১০-২০২৪ ০১:১০:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৪ ০১:২৪:৫৭ অপরাহ্ন
যুদ্ধ  চালিয়ে যাবেন নেতানিয়াহু ফাইল ফটো
বাসভবনে হামলার পর এক ভিডিওবার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে, ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত তাঁর দেশ যুদ্ধ চালিয়ে যাবে। এই জয়ের পথে যুদ্ধ থেকে কোনো কিছুই তাকে আটকাতে পারবে না।

শনিবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নেতানিয়াহু এই ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলের হামলায় হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার ঘটনার দিকে ইঙ্গিত করে ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমরা হত্যাকারী ইয়াহিয়া সিনওয়ারকে (পৃথিবী থেকে) সরিয়ে দিয়েছি।’ 

গত বুধবার ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে সিনওয়ার নিহত হন। হামাসপ্রধানের মৃত্যুর পর যুদ্ধ বন্ধে চাপের মুখে পড়েন নেতানিয়াহু। এই উত্তেজনার মধ্যেই তেল আবিবের উত্তরে  সিজারিয়া এলাকায় তাঁর বাসভবনে আঘাত হানে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর একটি ড্রোন। তবে ওই সময় নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সেখানে ছিলেন না।

হামলার কয়েক ঘন্টা পর প্রকাশিত ভিডিওবার্তায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন তিনি। নেতানিয়াহু আরও বলেন, ‘আমি বলেছি, আমরা নিজেদের পুনরুত্থানের যুদ্ধ করছি। শেষ পর্যন্ত এ যুদ্ধ চালিয়ে যাব আমরা।’

বাংলা স্কুপ /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ