ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ঐক্য থাকলে বিদেশিদের তাবেদারি করতে হবে না : অলি আহমদ

আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৬:০৭:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৬:০৭:৪১ অপরাহ্ন
​ঐক্য থাকলে বিদেশিদের তাবেদারি করতে হবে না : অলি আহমদ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশে ঐক্য থাকলে বিদেশিদের তাবেদারি করতে হবে না বলে মন্তব্য করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
শনিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে প্রফেসর কে আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘নতুন বাংলাদেশ: বিপ্লব পরবর্তী জাতীয় ঐক্য ও সংহতি’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
অলি আহমদ বলেন, বাংলাদেশ একটি উর্বর জায়গা। এখানে অনেক প্রাকৃতিক সম্পদ। তেল, গ্যাস, আরো অনেক খনিজ আছে। অ্যাটম বানোনোর জন্য প্রয়োজন এমন অনেক মিনারেল আছে। তিনি বলেন, ভোগলিক কারণে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের উপর নজর অনেক দেশের আছে। বিশেষ করে ভারত, এক মুহূর্তের জন্য বাংলাদেশের ওপর থেকে নজর অন্যদিকে সরাচ্ছে না।
ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশে যদি ঐক্য থাকে, তাহলে বিদেশিদের তাবেদারি করতে হবে না। অনেক দেশ চায় না বাংলাদেশিদের মধ্যে ঐক্য থাকুক। তিনি বলেন, আমাদেরকে নিজেদের স্বার্থ বুঝতে হবে।
এ সময় আওয়ামী লীগের সমালোচনা করেন অলি আহমদ। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আওয়ামী লীগ হলো একটা অভিশপ্ত দল। আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে খুন করেছে। ৩০ হাজার মানুষকে আহত করেছে। তাহলে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না তো কাকে নিষিদ্ধ করবেন? আর কয়টা লাশ পড়লে তাদেরকে নিষিদ্ধ করবেন? জাতীয় পার্টিও দালাল। আরও কিছু দালাল আছে যারা গাড়ি-বাড়ির জন্য নির্বাচনে গিয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আপনারা অনেক সুযোগ পেয়েছেন। দুই থেকে আড়াই মাস চলতেছে কিন্তু আপনারা এখনও দৃশ্যমান কোনও কিছুই দেখাতে পারেননি। লোটা বাহিনী এখনও হাসিনার কাজ করে যাচ্ছে। বিএনপি এবং  জামায়াতের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করা। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের দেশকে রক্ষা করতে হবে এবং দেশের সম্পদকে রক্ষা করতে হবে।  
প্রফেসর ড. শেখ আকরাম আলীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন— মেজর (অব.) ইমরান হোসেন, মেজর (অব.) মো. মাসুদ, কর্নেল (অব.) মো. আইয়ুব, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল প্রমুখ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ