ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৪:০৬:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৯:০৮:২২ অপরাহ্ন
​নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা
ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরে সিজারিয়ায় দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৯ অক্টোবর) নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ও নেতানিয়াহুর দপ্তরের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার উড়ে গিয়ে নেতানিয়াহুর বাড়িতে আছড়ে পড়ে।
হামলার পর পর ঘটনাস্থলে যায় পুলিশ। এছাড়া একই সময় তেলআবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
এছাড়াও দুটি ড্রোন তেলআবিবে পাঠিয়েছিল হিজবুল্লাহ। তবে সেগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
এদিকে হামলার সময় গিলিলত সামরিক ঘাঁটিতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে সেনাবাহিনী পরবর্তীতে জানায় ড্রোনগুলো এই এলাকায় আসেনি।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ