ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​পল্লী বিদ্যুৎ ব্ল্যাকআউট ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১২:৫৭:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৫:০৪:৪৭ অপরাহ্ন
​পল্লী বিদ্যুৎ ব্ল্যাকআউট ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার ​ফাইল ফটো
পল্লী বিদ্যুৎ ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে সারাদেশ অস্থীতিশীল করার পায়ঁতারা করা হয়। এ ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
পরে তাঁকে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর রাতেই লক্ষ্মীপুর সদর থানা থেকে তাঁকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মুনাফ শনিবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মো. আরশাদ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর খিলক্ষেত থানায় ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় লক্ষ্মীপুরের পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী আরশাদ কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ