ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​কলাপাড়ায় রাখাইনদের প্রবারণা উৎসব

আপলোড সময় : ১৮-১০-২০২৪ ০৪:৫২:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৪ ০৪:৫২:০৮ অপরাহ্ন
​কলাপাড়ায় রাখাইনদের প্রবারণা উৎসব ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দক্ষিণের সাগরপারের জনপদ পটুয়াখালীর কলাপাড়ায় ২৪ রাখাইন পল্লীতে প্রবারণা পূর্ণিমার উৎসবকে  ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ধর্মীয় রীতি পালনের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। বিকেলে আয়োজন  হয় পিঠাপুলির। সন্ধ্যার পরে রাতের আকাশ আলোকিত হয় ফানুসের আলোয়। এর মধ্য দিয়ে রাখাইনদের একদিনের ধর্মীয় উৎসব উদযাপিত হয়। 
কুয়কাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, মিশ্রীপাড়ায় সীমা বৌদ্ধবিহার ও গোড়া আমখোলা পাড়াসহ ২৪ টি রাখাইন পল্লীতে দিনভর ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের পরে রাতে চলে আকাশে ফানুস ওড়ানোর উৎসব। এ ফানুস উৎসবে মিলিত হয় রাখাইন ছাড়াও অন্য ধর্মের অসংখ্য মানুষ। গভীর রাত অবধি চলে ফানুস ওড়ানো উৎসব। এ উৎসবকে ঘিরে রাখাইন পল্লীতে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ