ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ধামরাইয়ে সিএনজি স্টেশনে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত

আপলোড সময় : ১৮-১০-২০২৪ ০৪:০০:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৪ ০৪:০০:৪৪ অপরাহ্ন
​ধামরাইয়ে সিএনজি স্টেশনে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত ​সংবাদচিত্র : সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে সিএনজি স্টেশনে গ্যাস নেয়ার সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত হয়েছেন। 
শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এনএন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরেকটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।
নিহত ফারুক হোসেন (৫০) ধামরাই উপজেলার ধাইরা গ্রামের আব্দুস সালামের ছেলে। সে নিজেই মাইক্রোবাসটি চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক হোসেন নিজে গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস নেয়ার জন্য স্টেশনে আসেন। স্টেশন থেকে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেয়ার সময় গাড়ির পিছনেই দাঁড়িয়ে ছিলেন ফারুক। এ সময় গাড়ির সিলিন্ডারে বিস্ফোরণ হলে ফারুক হোসেন আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
ধামরাই থানা পুলিশ জানায়, ফারুক হোসেন নামের ওই ব্যক্তি নিজের মালিকানাধীন মাইক্রোবাসটি নিয়ে সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যান। একপর্যায়ে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বাংলা স্কুপ/সাভার প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ