ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাল্যবিবাহ : মেয়ের বাবাসহ দুইজনের কারাদণ্ড

আপলোড সময় : ১৭-১০-২০২৪ ০৯:৫২:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১০-২০২৪ ০৯:৫৩:০৭ অপরাহ্ন
বাল্যবিবাহ : মেয়ের বাবাসহ দুইজনের কারাদণ্ড ​দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন সিকদার ও মোসা: তাসলিমা বেগম
পটুয়াখালীর দুমকি উপজেলায় তথ্য গোপণ করে বাল্যবিবাহ দেওয়ায় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাবা ও বাল্যবিবাহে সাহায্য করার অপরাধে এক নারীকে আটক করেছে পুলিশ। তাদের ৭ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুস সোবহান সিকদারের ছেলে রুহুল আমিন সিকদার (৫৫) ও আব্দুল মজিদ চৌকিদারের মেয়ে মোসা: তাসলিমা বেগম (৩০)। তাদের দুজনের বাড়িই  পিতা দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে। 
সূত্রে জানা যায়, রুহুল আমিন সিকদার তাঁর নাবালিকা কন্যা মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়ুয়া মোসাঃ রুমানা আক্তারের জন্ম নিবন্ধন সনদে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বয়স বাড়িয়ে দেখান। পরে পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মোঃ রিপন হাওলাদারের সাথে গত ০৬ অক্টোবর পটুয়াখালী বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে দেন। 
পরবর্তীতে মেয়ের নিজ বাড়িতে ছেলে রিপন ও তার বাবাসহ লোকজন এলে এলাকাবাসী দুমকি থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা রুহুল আমিন সিকদার ও বিবাহকার্যে সহায়তাকারী তাসলিমা বেগমকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলেপক্ষ সটকে পড়ে।
পরে সোমবার (১৪ অক্টোবর) বিকেলে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন মাহমুদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের সাত দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। 


বাংলা স্কুপ/পটুয়াখালী প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ