ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​শিশু ধর্ষণ : মৎস্যজীবী দলের সভাপতিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ১৭-১০-২০২৪ ০৯:৪১:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১০-২০২৪ ০৯:৪১:০০ অপরাহ্ন
​শিশু ধর্ষণ : মৎস্যজীবী দলের সভাপতিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর বাউফলের মদনপুর ইউনিয়নের মধ্য মদনপুর গ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১১) ধর্ষণের ঘটনায় জড়িত ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেনকে(৪০) গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন ওই গ্রামের কয়েকশ নারী ও পুরুষ। প্রায় এক ঘন্টা তাঁরা এ মানববন্ধন করেন।
মানববন্ধন থেকে বক্তারা ধর্ষক আনোয়ারকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 
জানা যায়, ১১ অক্টোবর আনোয়ার হোসেন ওই শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করে। এর আগেও তিনি বিভিন্ন সময় ওই শিশুকে ধর্ষণ করেন। শিশুটি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। এ ঘটনায় শিশুটির বাবা বাউফল থানায় একটি মামলা দায়েরের পর ধর্ষক আনোয়ার গা ঢাকা দেয়।
এদিকে শিশু ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ারকে মদনপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওই দলের উপজেলা সভাপতি মোশারেফ হেসেন খান লিটন।

বাংলা স্কুপ/পটুয়াখালী প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ