মাহফুজ আলমের অনুরোধে পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মসূচি স্থগিত
আপলোড সময় :
১৭-১০-২০২৪ ০৯:১৯:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১০-২০২৪ ০৯:১৯:৪৫ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকদের কর্মসূচি স্থগিতের কথা জানান।
আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাকিম (এজিএম) গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দাবির বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন। মামলা প্রত্যাহার এবং আটকদের ছেড়ে দেয়াসহ কোনো প্রকার হয়রানি না করার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে মাহফুজ আলম পল্লী বিদ্যুতের কর্মীদের আন্দোলনের পথ ছেড়ে আলোচনার অনুরোধ জানান। তিনি বলেন, কর্মীদের অধিকাংশ দাবি মেনে নেয়া হয়েছে। বাকিগুলো বাস্তবায়নেও কাজ চলছে।
এর আগে পল্লী বিদ্যুৎ সমিতির ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় পবিস। এ বিষয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব হাসিনা বেগম বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ শাটডাউন করে দেয়া হচ্ছে বলে খবর পাচ্ছি। বিদ্যুৎ চালুর ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। মাঠপর্যায়ের সমিতির অফিসগুলো এ নিয়ে কাজ করছে। বিস্তারিত বোর্ডের জনসংযোগ শাখা বলবে।’
বাংলা স্কুপ/এইচ বাশার/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স