ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চারটি নতুন সংস্কার কমিশন গঠন

আপলোড সময় : ১৭-১০-২০২৪ ০৮:৫৯:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১০-২০২৪ ০৯:০২:২২ অপরাহ্ন
চারটি নতুন সংস্কার কমিশন গঠন ​জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, সাংবাদিক কামাল আহমেদ, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ও শিরীন পারভীন হক
রাষ্ট্র সংস্কারে স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার ও নারী বিষয়ক চারটি নতুন সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি জানান, নবগঠিত স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে জাতীয় অধ্যাপক ড. এ কে আজাদ খানকে, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বিশিষ্ট কলামিস্ট কামাল আহমেদ, শ্রমিক অধিকার সংস্কার কমিশনের প্রধান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ ও নারী বিষয়ক কমিশনের প্রধান নারী পক্ষের শিরিন পারভীন হক।
শিক্ষাব্যবস্থা সংস্কার নিয়ে ভবিষ্যতে কমিশন গঠনের সম্ভাবনার কথাও জানান উপদেষ্টা রিজওয়ানা।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সেক্রেটারি শফিকুল আলম উপস্থিত ছিলেন।
এরআগে, দেশের বিভিন্ন খাত সংস্কারে ছয়টি আলাদা কমিশন গঠন করে অন্তর্র্বতী সরকার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হয়েছে। গত ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হয়।

বাংলা স্কুপ/এইচ বাশার/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ