পায়রা বন্দর গেটে মানববন্ধন করলো ভূমিহীন ১৩৬ পরিবার
আপলোড সময় :
১৭-১০-২০২৪ ০৫:১৭:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১০-২০২৪ ০৫:১৭:৫৮ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
কলাপাড়ার ইটবাড়িয়ায় বেড়িবাঁধের ঢালে বসবাসরত ভূমিহীন ১৩৬ পরিবারের পুনর্বাসনের দাবিতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় পায়রা বন্দর গেটের সামনের সড়কে মানববন্ধন করেন। পরে তাঁরা পুনর্বাসনের দাবিতে বন্দর চেয়ারম্যানের কাছে একটি আবেদন জমা দেন। সেখানে ভূক্তভোগীদের প্রতিনিধিরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাদের দুর্দশার কথা জানান। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের মধ্যে বক্তব্য রাখেন লাইলি বেগম, শাহিনুর বেগম, রাজিয়া বেগম, সালেহা বেগম, আকি বেগম, ফাতেমা বেগম, ফিরোজা বেগম, আনসার প্রমুখ। বক্তারা বলেন পায়রা বন্দর গেট থেকে বালিয়াতলী সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধ প্রশস্তকরণের কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে তারা উচ্ছেদ হওয়ার আশঙ্কায় রয়েছেন। ইতোমধ্যে ঠিকাদার তাদের উচ্ছেদ করতে মরিয়া হয়ে লেগেছে। দরিদ্র এ পরিবারের সদস্যরা তাদেরকে ইটবাড়িয়ায় বালিয়াতলী খেয়াঘাট সংলগ্ন খাস জমিতে গৃহপুনর্বাসনের দাবি জানান। তারা বলেন, আগে পুনর্বাসন করে তারপর বাঁধ প্রশস্তের কাজ করতে হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স