নিরাপত্তার জন্যই দেশে ফিরছেন না বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দেশের মাটিতে ক্রিকেটের দীর্ঘ সংস্করণের ইতি টানা হচ্ছে না তাঁর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর মিরপুরে বিদায়ী টেস্ট খেলার কথা ছিল সাকিবের। যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়ে দুবাইয়ে যাত্রাবিরতিতে ছিলেন তিনি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ঢাকার পৌছানোর কথা ছিল। কিন্তু দুবাই থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব। জানালেন, নিজের নিরাপত্তার জন্যই এখন দেশে ফিরতে পারছেন না।
বিডিনিউজকে সাকিব জানান, “দেশে ফেরার কথা ছিল… কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই…।”
সাকিবের কথায় ‘হয়তো’ শব্দটি থাকায় সিদ্ধান্তটি চূড়ান্ত নয় বলে মনে হয়। কিন্তু সাকিব স্পষ্ট করলেন অবস্থান। জানতে চাইলে বিডিনিউজকে তিনি বলেন, “এখন সিদ্ধান্ত চূড়ান্তই বলতে পারেন।”
সাকিবকে নিয়েই বুধবার (১৬ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু সেদিন থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। সাকিব-বিরোধী আন্দোলন হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠে। সাকিবের কুশপুত্তুলিকা দাহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে।
এসব ঘটনায় ছাত্র-জনতার আন্দোলনে ন্যুনতম সমর্থন না জানানো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিবের দেশে ফেরা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলা নিয়ে জাগে সংশয়। এখন বিষয়টি পুরোপুরি স্পষ্ট- দেশের মাটি বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা!