ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কু‌ষ্টিয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে গু‌লি করে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০১:০০:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০১:০০:০৩ অপরাহ্ন
কু‌ষ্টিয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে গু‌লি করে হত্যা সংবাদচিত্র: সংগৃহীত
কু‌ষ্টিয়ায় টুটুল হোসেন (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন এলাকা থেকে তার গু‌লি‌বিদ্ধ লাশ‌ উদ্ধার করা হয়।

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে একটি শটগান, মোটরসাইকেল ও কয়েকরাউন্ড গু‌লি জব্দ করেছে পুলিশ। নিহত টুটুল একই গ্রামের প্রয়াত মু‌ক্তি‌যোদ্ধা তুরাব হোসে‌নের ছেলে। তি‌নি দীর্ঘদিন প্রবাস থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ওসি মেহেদী হাসান বলেন, রাতে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পু‌লিশ‌ে খবর দেয়। পু‌লিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পাশ থেকে এক‌টি শটগান, কয়েক রাউন্ড গু‌লি ও মোটরসাইকেল জব্দ করেছে। তিনি আরও বলেন, নিহতের মুখে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন‌্য কোথাও হত‌্যা করে লাশ ফেলে গেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ