ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​হাইকোর্ট ঘেরাও শিক্ষার্থীদের

আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০১:০৫:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০৬:২৭:৩১ অপরাহ্ন
​হাইকোর্ট ঘেরাও শিক্ষার্থীদের ​সংবাদচিত্র : সংগৃহীত
‘ফ্যাসিবাদের দোসর’ বিচারপতিদের  পদত্যাগের দাবিতে বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। 
বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকেই রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নেন। বেলা ১২টায় সেখান থেকে মিছিল নিয়ে ঘেরাও কর্মসূচিতে যোগ দেন। 
এ সময় শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত—আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’- ইত্যাদি স্লোগান দেন।
কর্মসূচিতে সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী বিচারকদের ঠিকানা হাইকোর্টে হবে না। আওয়ামীলীগের বিচারপতিদের পদত্যাগ না করা  পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চলবে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

ভিডিও : ‘ফ্যাসিবাদের দোসর’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে  হাইকোর্ট ঘেরাও শিক্ষার্থীদের
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ