দুই টেস্ট খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা
আপলোড সময় :
১৬-১০-২০২৪ ১২:৩৮:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১০-২০২৪ ০৬:১১:১১ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রোটিয়াবাহিনী।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২১ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্টটি।
সফরে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়েই বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা। যদিও প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি। তার বদলে নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম।
সফরের জন্য ১৫ সদস্যের দলে তারকা স্পিনার কেশভ মহারাজের পাশাপাশি সেনুরান মুথুস্যামি এবং ড্যান পিটকে রেখেছে দক্ষিণ আফ্রিকা। দলে নতুন মুখ ২৫ বর্ষী উইকেটরক্ষক ম্যাথু ব্রিটজকে। প্রোটিয়া জার্সিতে ৮টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি। পেস ইউনিটে কাগিসো রাবাদার সঙ্গী ড্যান প্যাটারসন ও উইয়ান মুল্ডার।
বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশশ মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুলডার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিদি, ডেন পিয়েট, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), কাইল ভেরেইন (উইকেটরক্ষক)।
দক্ষিণ আফ্রিকা ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে টেস্ট সিরিজ খেলেছিল ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স