ভারতীয় ৩১ জেলেসহ দুটি ট্রলিং জাহাজ আটক, ইলিশসহ ৫০ মণ সামুদ্রিক মাছ জব্দ
আপলোড সময় :
১৬-১০-২০২৪ ১২:১০:২১ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১০-২০২৪ ০৬:২৯:২৭ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
সাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে নৌবাহিনী। জব্দ করা হয়েছে ইলিশসহ ৫০ মণ সামুদ্রিক মাছ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে জয় জগন্নাথ ও মা বাসন্তী নামের দুটি ট্রলিং জাহজসহ জেলেদের আটক করে। আটক জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়। জাহাজ দুটি থেকে ইলিশসহ ৫০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। বুধবার (১৬ অক্টোবর) সকাল দশটায় পায়রা বন্দরের জেটি এলাকায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম।
তিনি বলেন, আটক জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।
বাংলা স্কুপ/কলাপাড়া প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স