ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফখরুলের

আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০৫:৩৯:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০৬:৩৪:৪২ অপরাহ্ন
​প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফখরুলের বায়রার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। ফাইল ফটো
বাংলা স্কুপে গত ৮ অক্টোবর 'এক ফকরুল সিন্ডিকেটেই মালয়েশিয়ার শ্রমবাজারে বড় সর্বনাশ' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বায়রার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। মঙ্গলবার (১৫ অক্টোবর) পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভূয়া, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
পাশাপাশি অভিযোগের বিষয়ে তিনি একটি ব্যাখ্যাও দিয়েছেন। এতে তিনি বলেন, প্রকৃত কথা হচ্ছে, সাবেক স্বৈরাচারী ফ্যাসিবাদি সরকারের আমলে সাবেক এমপি, মন্ত্রী ও নেতাদের নেতৃত্বে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করায় দুই দেশের সুনাম ক্ষুন্ন হয়। অভিবাসন ব্যয় বৃদ্ধি এবং জনশক্তি সেক্টরের ৯৫% সদস্য বৈষম্যের শিকার হয়। উক্ত বৈষম্যের বিরুদ্ধে আমি সর্বদা সোচ্চার থাকায় এবং বিশেষ করে মিডিয়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে আমার বক্তব্য প্রচার করায় সিন্ডিকেটচক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বর্তমান সরকারের ইমেজকে ক্ষুন্ন করার নিমিত্তে আবারও তারা সিন্ডিকেট করার পায়তারা করছে। 
গত ৩ অক্টোবর রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে আমরা তার প্রতিবাদ করায় সাবেক সরকারের সিন্ডিকেট চক্র আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি আবারও এই ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

বাংলা স্কুপ/সবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ