ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ‘রহস্যজনক গর্ত’ নিয়ে যা জানা যাচ্ছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০১:২৫:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০১:৩৭:৪০ অপরাহ্ন
ঢাকায় ‘রহস্যজনক গর্ত’ নিয়ে যা জানা যাচ্ছে সংবাদচিত্র: সংগৃহীত
গ্রামগঞ্জের সড়কে গর্ত, প্রায়ই সারাদেশের এমন চিত্র খবরের শিরোনামে উঠে আসে। এবার সেই তালিকায় যুক্ত হলো রাজধানী ঢাকা। আর এ খবর ছড়িয়ে পড়তেই অনেক মানুষ কৌতূহলবশত সেখানে জড়ো হচ্ছেন। চলছে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ধানমন্ডির শংকরে পদচারী-সেতুর ১৫ মিটার দক্ষিণ দিকে ৬৮ নম্বর বাড়ির সামনের পিচঢালা সড়কটি হঠাৎ দেবে গর্ত হয়ে যায়। এরপর থেকে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন, সম্প্রতি ডিপিডিসি মাটির নিচ দিয়ে বিদ্যুতের কাজ করার সময় হয়তো ঠিকভাবে মেরামত করেনি। এ জন্য হঠাৎ রাস্তা দেবে গেছে।যে জায়গায় দেবে গর্ত হয়ে গেছে, সেখানে ঢাকা ওয়াসার পানি সরবরাহের লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা ধারণা করছেন।তারা বলছেন, সেখান দিয়ে অনবরত পানি বের হচ্ছে। রাস্তা ঠিক করতে হলে আগে পানির সংযোগ মেরামত করতে হবে। এ জন্য ওয়াসার কর্মকর্তারাও সেখানে গেছেন।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই আশপাশের এলাকা থেকে অনেক মানুষ কৌতূহলবশত সেখানে জড়ো হচ্ছেন। তাদের কেউ কেউ ছবি তুলছেন এবং বিষয়টি নিয়ে কথা বলছেন। এমনকি বিষয়টি নিয়ে আলোচনা গড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্তও।মঙ্গলবার (২৭ মে) রাতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, ধানমন্ডির শংকর এলাকার মূল সড়কে হঠাৎ এই গর্তের সৃষ্টি হয়। সেখানে পুলিশ গিয়ে দেখতে পায়, গর্তের ভেতর দিয়ে পানি চলাচল করছে। গর্তের ভেতরে বিদ্যুৎ লাইনসহ অন্যান্য সংযোগ লাইনও দেখা গেছে।তিনি আরও বলেন, সম্ভবত নিচ দিয়ে পানি চলাচলের কারণে মাটি সরে গিয়ে সড়ক দেবে গেছে। এ বিষয়ে প্রকৌশল বিশেষজ্ঞরা বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবেন। 

এ বিষয়ে গতকাল (২৭ মে) রাতে ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় গণমাধ্যমকে বলেন, সড়কের যে পাশে গর্ত হয়েছে, সেই পাশ হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে, অন্য পাশ দিয়ে যান চলাচল করছে।তিনি আরও বলেন, আগে ভেতরের পানির সংযোগ পথ ঠিক করতে হবে। এটি ঠিক করতে ওয়াসার লোকজন ইতোমধ্যেই ঘটনাস্থল পৌঁছেছেন। সড়ক ঠিক করতে যেসব সামগ্রী লাগবে, তার সবই তারা সেখানে নিয়ে এসেছেন। যত দ্রুত সম্ভব তারা সড়ক সচল করার চেষ্টা করছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ