ঢাকা সিএমএম কোর্ট হাজতখানায় অসুস্থ ও চলাফেরায় অক্ষম আসামিদের সহায়তার লক্ষ্যে তিনটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এই মানবিক উদ্যোগের নেতৃত্ব দেন মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. মোস্তাফিজুর রহমান। বুধবার (২৮ মে) সকাল ৯টা ৩০ মিনিটে মানবাধিকার রক্ষায় তিনি এই দৃষ্টান্ত স্থাপন করেন।
সিএমএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার এবং মৌলিক অধিকার সমুন্নত রাখার প্রয়াসে এই হুইল চেয়ারগুলো অসুস্থ আসামিদের আদালতে উপস্থাপন প্রক্রিয়া সহজ করবে।’
ডিসি (প্রসিকিউশন) তারেক জুবায়ের বলেন, ‘আদালতে পুলিশিং সেবা শতভাগ নিশ্চিত করতে এই হুইল চেয়ার সেবা একটি মাইলফলক হয়ে থাকবে। ভবিষ্যতে মানবাধিকার বিষয়ক যেকোনো সেবায় প্রসিকিউশন বিভাগ সদা প্রস্তুত।’
হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মো. সেফাত উল্লাহ এবং মিনহাজুল ইসলাম, এডিসি (অ্যাডমিন-প্রসিকিউশন) মাঈন উদ্দিন চৌধুরী, এসি (প্রসিকিউশন) মো. মালিক নাজমুল হায়দার ও এসি (অ্যাডমিন-প্রসিকিউশন) সৈয়দ মো. শহীদুল ইসলামসহ প্রসিকিউশন বিভাগের কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা।
এছাড়াও অনুষ্ঠানে বিচার বিভাগ, প্রসিকিউশন বিভাগ ও মিডিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন। মানবিক ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা নিশ্চিত করতে এমন উদ্যোগকে একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন