ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই : ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৯:৪৩:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৯:৪৩:৩০ অপরাহ্ন
​আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই : ডা. জাহিদ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিগত সরকারের মত আমরা ফ্যাসিস্ট হবোনা। আমরা দেশের জন্য কাজ করতে চাই। জনগণের জন্য কাজ করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যেকোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 

মঙ্গলবার (২৭ মে) বেলা ১২ টায় দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি শাহ মো: শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আইনুল হক সুজন, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন, উপজেলা যুবদলের সদস্য-সচিব মোফাজ্জল হোসেন প্রধান মায়া, যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন খোকন, মাসুদ চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মফিদুল ইসলাম, সদস্য-সচিব আল রাজী রাজীব, উপজেলা কৃষক দলের আহবায়ক জুয়েল সরকার, সদস্য-সচিব নেওয়াজ শরিফ, যুগ্ম-আহবায়ক পারভেজ হাসান, তাঁতি দলের আহবায়ক রিপন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম, সদস্য-সচিব আল মোবারসেল মোনয়ারুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ