মেসির সিগনেচার পারফিউম ‘মেসি ইউ ডি পারফাম’
আপলোড সময় :
১৫-১০-২০২৪ ১২:১৮:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৪ ০৪:৫১:৪৬ অপরাহ্ন
বিশ্বজুড়ে সংগৃহীত নানা উপাদানে তৈরি ‘মেসি ইউ ডি পারফাম’ লিওনেল মেসির প্রথম সিগনেচার পারফিউম। এই সুগন্ধি সম্প্রতি মার্কিন কোম্পানি শেরালভেনের মাধ্যমে বাজারে আনা হয়েছে। এটি পাওয়া যাচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ড জেসিপেনির আউটলেটে।
সম্প্রতি লঞ্চ করা হয়েছে লিওনেল মেসির প্রথম সিগনেচার পারফিউম ‘মেসি ইউ ডি পারফাম’। এলাচ ও বুনো সাইপ্রাসের মেলবন্ধন রয়েছে এই সুগন্ধির টপ নোটে। চামড়া আর সেডারকাঠের সঙ্গে ভ্যানিলা মৃদু উপস্থিতিতে উতলা লো নোট; যা এই সুগন্ধিকে দিয়েছে দারুণ গভীরতা। নেভি-ব্লু কাঁচের বোতলে মেসির লোগোসহ আনা হয়েছে এই বিশেষ সুগন্ধি, যা মেসি উৎসর্গ করেছেন তাঁর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের জন্য।
মেসি নিজেই জানিয়েছেন তাঁর সুগন্ধির প্রতি আগ্রহের কথা। তিনি বলেন, ‘নিজের সিগনেচার সুগন্ধি বাজারে আনতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। এটি আমার জন্য সত্যিই অনন্য ও প্রেরণাদায়ক।’
শেরালভেনের সভাপতি এবং প্রধান নির্বাহী স্টিভেন কসও এই লঞ্চ নিয়ে দারুণ আশাবাদী। তিনি বলেন, ‘গেম অন প্রোডাক্ট গ্রুপ মেসির সিগনেচার সুগন্ধি যুক্তরাষ্ট্রে লঞ্চ করার জন্য আমাদের বেছে নিয়েছে—এটা আমাদের জন্য বড় সম্মান। আর জেসিপেনি আমাদের একমাত্র মার্কিন রিটেইল পার্টনার হিসেবে থাকায় এই অংশীদারত্ব সুগন্ধি লঞ্চের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
স্টিভেন কসের মতে, মেসির এই সিগনেচার সুগন্ধি তার প্রতিযোগিতামূলক মনোভাবের প্রতীক, যা আত্মবিশ্বাস জোগাবে এবং যুক্তরাষ্ট্রের লাখ লাখ ভক্তকে আকৃষ্ট করবে। তিনি আশা করছেন, ২০২৬ সালের মধ্যে এই সুগন্ধির খুচরা বিক্রি ১০০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে।
এ মাস থেকেই যুক্তরাষ্ট্র ও পুয়ের্তো রিকোর ৬০০টির বেশি জেসিপেনি স্টোর এবং তাদের ওয়েবসাইটে ‘মেসি ইউ ডি পারফাম’ পাওয়া যাবে। ১০০ মিলির পারফিউমের দাম হবে ৭২ মার্কিন ডলার এবং ২৫০ মিলিলিটারের বডিওয়াশ ও মেসি লোগো দেওয়া টয়লেট্রি ব্যাগসহ গিফট সেটের দাম ধরা হয়েছে ৮৮ মার্কিন ডলার।
মেসির সুগন্ধির প্রচারে প্রতিটি জেসিপেনি বিউটি লোকেশনের সামনে বিশেষ প্রদর্শনীও থাকছে। জেসিপেনির প্রধান মার্চেন্ডাইজিং এবং সাপ্লাই চেইন অফিসার মিশেল ওয়ালাজলো বলেন, মেসি ২০২৪ সালে নিজের সিগনেচার সুগন্ধি লঞ্চ করার ঘোষণা দেওয়ার পর থেকেই আমরা জানতাম এটি আমাদের গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।
তিনি আরও যোগ করেন, ‘মেসি একজন গ্লোবাল আইকন, যার ভক্তসংখ্যা বিশাল এবং বহুমাত্রিক। আমাদের গ্রাহকদের জন্য মেসির এই সুগন্ধি অত্যন্ত প্রিয় হয়ে উঠবে বলে আমরা আত্মবিশ্বাসী।’ তথ্যসূত্র: ফ্যাশন ইউনাইটেড।
বাংলা স্কুপ/এইচ বাশার/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স