ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​জ্বালানির দাম বাড়ায় পারিবারিক খরচ বেড়েছে: সিপিডি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৪০:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৪৩:৫০ অপরাহ্ন
​জ্বালানির দাম বাড়ায় পারিবারিক খরচ বেড়েছে: সিপিডি ​ছবি: সংগৃহীত
মাসে রান্নাবান্নায় জ্বালানি খরচ ৫০০ থেকে ৮০০ টাকা বেড়েছে উল্লেখ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, এটি পারিবারিক খরচ বাড়িয়ে দিচ্ছে।

জাতীয় বাজেট সামনে রেখে মঙ্গলবার (২৭ মে) ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির অবস্থার তৃতীয় পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বক্তব্য রাখেন।

এ সময় জানানো হয়, জ্বালানিখাতে বাজেটে যে বরাদ্দ করা হয় সেটা সঠিকমতো বাস্তবায়ন হয় না। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি পারিবারিক খরচ বাড়িয়ে দিচ্ছে। ২০২১ সালে ১২ কেজি এলপিজির দাম ছিল ৯০০ টাকা। ২০২৫ সালে সেই দাম ঠেকেছে ১ হাজার ৫০০ টাকায়। মাত্র কয়েক বছরে এলপিজির দাম বেড়েছে ৬০০ টাকা। 

মাসে রান্নাবান্নায় জ্বালানি খরচ বেড়েছে ৫০০ থেকে ৮০০ টাকা। দেশের জ্বালানি খাত প্রসঙ্গে সিপিডি আরও জানায়, দেশে গ্যাস উৎপাদন কমছে, বিদেশ থেকে আমদানি বাড়াতে হচ্ছে। কিন্তু জ্বালানি খাতের অবকাঠামো অনেক পুরোনো হওয়ায় সমস্যাগুলো আরও জটিল হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ