ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে হাজিরা শেষে ৪ দিনের রিমান্ডে মমতাজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৩:৩৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৩:৩৩:৪০ অপরাহ্ন
আদালতে হাজিরা শেষে ৪ দিনের রিমান্ডে মমতাজ সংবাদচিত্র: সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইরে দায়ের করা হত্যা মামলার নিয়মিত হাজিরা শেষে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে মমতাজ বেগমকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে তিনি এই আদেশ দেন। এর আগে, আজ সকাল সাড়ে ৮ টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। আদালত প্রাঙ্গণে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কড়া পুলিশি পাহারা ছিল।

মানিকগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর মো. আবুল খায়ের মিয়া বলেন, ‘‘সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় চারহত্যা মামলায় মমতাজ বেগমকে নিয়মিত শুনানির জন্য আজ আদালতে হাজির করা হয়। ওই মামলায় শুনানি শেষে বিচারক তাকে চারদিনের রিমান্ডে পাঠান।’’

উল্লেখ্য, ২০১৩ সালের  হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হয়। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর আগে, গত বৃহস্পতিবার (২২ মে) মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার চার হত্যা মামলার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং চিফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ