ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রায়ের পর জামায়াত কর্মীদের শোকরানা নামাজ আদায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৩:২৯:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৩:২৯:১০ অপরাহ্ন
রায়ের পর জামায়াত কর্মীদের শোকরানা নামাজ আদায় সংবাদচিত্র: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের আগের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন।

মঙ্গলবার সকাল ৯টা ৫২ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েন জামায়াতের নেতাকর্মীরা। তারা সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে ২ রাকাত শোকরানা নামাজ আদায় করেন।নামাজের পর সাংবাদিকদের কাছে শুকরিয়া প্রকাশ করেন জামায়াত নেতাকর্মীরা। তারা বলেন, মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলামের রায়ের জন্য আমাদের অনেক ভাই, মা-বোন রোজা রেখেছেন। তারা আল্লাহর শুকরিয়া আদায় করছেন।আদালতে জামায়াত নেতা আজহারের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার নাজিব মোমেন এসময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মতিউর রহমান, জামায়াতের ঢাকা উত্তরের আমির সেলিম উদ্দিন, মাসুদ সাঈদী, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রমুখ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ