ফের বিয়ে করতে যাচ্ছেন হিরো আলম
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৬-০৫-২০২৫ ১০:০২:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৫-২০২৫ ১০:০২:০৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আলোচিত -সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মডেল আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তার টিমে মডেল হিসেবে যুক্ত হওয়া ইতি নামের এক তরুণীই তার পাত্রী। ইতোমধ্যেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে এবং সামনে যেকোনো সময় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। রোববার (২৫ মে) রাতে মুঠোফোনে তিনি এ কথা স্বীকার করেছেন।
হিরো আলম বলেন, দুজনে একসঙ্গে কাজ করতে গিয়ে ইতির সঙ্গে তার পরিচয় হয়। কাজ করতে গিয়ে তাদের মধ্যে ভালোলাগা শুরু হয় এবং এ সম্পর্ক থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়।
তিনি বলেন, মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং পছন্দ করে। আমি তাকে বিয়ে করতে চাই। সেও আমাকে বিয়ে করতে চায়। খুব শিগগিরই আমরা বিয়ে করে ফেলব।
মেয়েটির বাড়ি গাজীপুর। কিন্তু ইতির বাপের নাম এখনও জানতে পারেননি হিরো আলম। সম্প্রতি হিরো আলমের সঙ্গে নতুন মডেলিংয়ে নাম লেখানো ইতি তার সঙ্গে বেশ কয়েকটি গানের ভিডিওচিত্রে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, হিরো আলমের বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে তার তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম।
এর আগে, ২০১০ সালে সাদিয়া বেগম সুমির সঙ্গে বিয়ে হয় হিরো আলমের। সেখানে আলো ও আঁখি নামে দুই মেয়ে ও আবির নামে এক ছেলেসন্তান রয়েছে তার। এ স্ত্রীর সাথেও হিরো আলমের মামলা মোকদ্দমা চলমান রয়েছে। তবে তার প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স