জাপানের কাছে ১০০ কোটি ডলার ঋণ চাইবে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৬-০৫-২০২৫ ০৯:৫৭:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৫-২০২৫ ১০:৫৭:১৪ পূর্বাহ্ন
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ থেকে ৩১ মে সরকারি সফরে জাপান যাচ্ছেন। এই সফরে বাংলাদেশ জাপানের কাছে সহজ শর্তে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা চাইতে পারে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী। সোমবার (২৬ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
রুহুল আলম সিদ্দিকী বলেন, সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাজেট সহায়তা অর্জন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ২৭ মে ঢাকা ত্যাগ করবেন। চার দিনের এই সফরে তিনি ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই আলোচনার মূল লক্ষ্য হবে ব্যাপকভিত্তিক কৌশলগত সহযোগিতা জোরদার করা।
তিনি আরও জানান, দ্বিপক্ষীয় বৈঠকের পর সহজ শর্তে ঋণের ঘোষণা আসতে পারে। এরপর নোট বিনিময় সম্পন্ন হবে। টোকিওতে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনাসহ গার্ড অব অনার প্রদান করা হবে।
সফরের গুরুত্ব তুলে ধরে রুহুল আলম সিদ্দিকী বলেন, এই সফরে ব্যাপক ভিত্তিক দ্বিপাক্ষিক ও বহুমুখী বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনায় থাকবে বাণিজ্য ও বিনিয়োগ, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা ইস্যু।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি) এবং ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় সম্পর্ক জোরদারে জাপান তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
রুহুল আলম সিদ্দিকী জানান, জাপান বাংলাদেশে উন্নতমানের অবকাঠামো প্রকল্পে সহায়তা দেবে এবং জাপানি শিল্প উৎপাদন সম্প্রসারণে কাজ করবে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, উভয় দেশ জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে মানুষে মানুষে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং খাতভিত্তিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে-আলম ও পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমানও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স