ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​প্রতি ঘণ্টায় কাবা তাওয়াফ করতে পারবেন লক্ষাধিক হাজি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৬:৪৫:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৬:৪৫:৪৪ অপরাহ্ন
​প্রতি ঘণ্টায় কাবা তাওয়াফ করতে পারবেন লক্ষাধিক হাজি ​ফাইল ছবি
চলতি হজ মৌসুমে মসজিদুল হারামের মাতাফে প্রতি ঘণ্টায় লক্ষাধিক হাজি তাওয়াফ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল অথরিটির ঘোষণা মতে এবার প্রতি ঘণ্টায় তাওয়াফ করতে পারবেন ১ লাখ ৭ হাজার হাজি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর হজ মৌসুমে বিপুল সংখ্যক হজযাত্রীকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য মাতাফ এলাকায় প্রবেশপথ, চলাচলের পথ ও ভিড় ব্যবস্থাপনা পদ্ধতি আরও উন্নত করা হয়েছে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানে থাকা জেনারেল অথরিটি ঘোষণা করেছে, মাতাফ বা কাবার চারপাশে তাওয়াফ করার স্থানে এখন প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১ লাখ ৭ হাজার হাজি তাওয়াফ করতে পারবেন।

স্বাচ্ছন্দ্যে হজযাত্রীদের চলাফেরা ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। শুধু হাজিদের মাতাফে প্রবেশের জন্য একাধিক প্রধান ও উপ-প্রবেশদ্বার নির্ধারিত করা হয়েছে। পাশাপাশি জরুরি সেবা ও প্রশাসনিক কাজের জন্য আলাদা প্রবেশপথও রাখা হয়েছে।

চলতি হজ মৌসুমে সারা বিশ্বের মুসলমানদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে। সৌদি পাসপোর্ট অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৩ মে) পর্যন্ত ৮ লাখ ৯০ হাজার ৮৮৩ জন হাজি সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে ৮ লাখ ৪৬ হাজার ৪১৫ জন এসেছেন বিমানপথে, ৪১ হাজার ৬৪৬ জন স্থলপথে এবং ২ হাজার ৮২২ জন নৌপথে।

জেদ্দা এয়ারপোর্টস কোম্পানি জানিয়েছে, হাজিদের আগমন প্রক্রিয়া সহজ করতে তারা টার্মিনাল ১, নর্দার্ন টার্মিনাল ও হজ-ওমরাহ কমপ্লেক্সে শত শত ইমিগ্রেশন কাউন্টার, ব্যাগেজ স্টেশন, বোর্ডিং ব্রিজ ও কাস্টমস স্ক্যানিং ডিভাইস প্রস্তুত রেখেছে । সূত্র : গালফ নিউজ

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ