ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​সরকারি পলিটেকনিকে ভর্তিতে আসছে নতুন নিয়ম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৬:১৮:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৬:১৮:২৬ অপরাহ্ন
​সরকারি পলিটেকনিকে ভর্তিতে আসছে নতুন নিয়ম ​ছবি: সংগৃহীত
দেশের পলিটেকনিক ইনস্টিটিউটসহ সব সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে চালু হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৬ মে) বিকেলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ সময় কবিরুল ইসলাম বলেন, ‘কারিগরি শিক্ষার গুণগত মান বাড়াতে ও আগ্রহী ও যোগ্য শিক্ষার্থী বাছাই করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন বলেন, বর্তমানে এসএসসি পাস করলেই পলিটেকনিকে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে সেই সুযোগে অনেক সময় অনাগ্রহী ও অপ্রস্তুত শিক্ষার্থীরা ভর্তি হয়ে পড়েন, যার নেতিবাচক প্রভাব পড়ে কোর্সের ফলাফল ও সার্বিক শিক্ষার মানে। ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রস্তুত শিক্ষার্থী নির্বাচন করা গেলে শিক্ষার মান আরও ভালো হবে বলেও মত দিয়েছেন সচিব।

তিনি আরও বলেন, নতুন ব্যবস্থায় ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর থাকবে এমসিকিউ (বহুনির্বাচনী) পরীক্ষায়, বাকি ৩০ নম্বর একাডেমিক ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ