ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​গণতন্ত্র এখনও নাগালের বাইরে: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৩:৪৫:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৩:৪৫:০৪ অপরাহ্ন
​গণতন্ত্র এখনও নাগালের বাইরে: গয়েশ্বর সংবাদচিত্র: সংগৃহীত
জনগণ ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও গণতন্ত্র এখনও নাগালের বাইরে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (২৬ মে) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত মাস স্মরণে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। 

গয়েশ্বর চন্দ্র বলেন, বিএনপি এখনও গণতন্ত্রের লড়াইয়ের আন্দোলনে আছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিএনপির এ নেতা আরও বলেন, জনগণ ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও গণতন্ত্র এখনও নাগালের বাইরে রয়ে গেছে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি। সম্মিলিত লড়াইয়ের ফসল হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন



প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ