নদীভাঙনে বিলীনের পথে সিরাজগঞ্জের ৯ গ্রাম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৫-২০২৫ ০৩:৩৭:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৫-২০২৫ ০৩:৩৭:৪৬ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
সিরাজগঞ্জে কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে উজানের ঢল। এতে যমুনা নদীতে হু হু করে পানি বাড়ছে। করতোয়া, ফুলজোড় ও হুরাসাগরসহ অন্যান্য নদীর পানিও বাড়তে শুরু করেছে। ফলে, শুরু হয়েছে নদীভাঙন। প্রতিদিনই ফসলি জমি, বাড়িসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলে যাচ্ছে। দ্রুত পানি বাড়ার কারণে নদীভাঙনে বিলীন হওয়ার পথে সিরাজগঞ্জ সদরসহ শাহজাদপুর উপজেলার নয়টি গ্রাম। ভাঙনের হুমকির মুখে আছে মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয়সহ অনেক স্থাপনা। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেক মানুষ।
সোমবার (২৬ মে) খোঁজ নিয়ে জানা গেছে, দুই সপ্তাহের বেশি সময় ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ভাটপিয়ারী এবং শাহজাদপুরের সোনাতনী ইউনিয়নের মাকড়া, ধীতপুর, কুড়সী, বারপাখিরা, বড় চামতারা ও বানতিয়ার, গালা ইউনিয়নের বৃ-হাতকোড়া, মোহনপুর গ্রাম ও কৈজুড়ি ইউনিয়নের চর-ঠুটিয়া গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে এসব গ্রামের অধিকাংশ ঘর-বাড়ি, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের মনোয়ারা বেগম (৬৫) বলেছেন, “আমার জীবদ্দশায় ১৪ বার নদীভাঙনের শিকার হয়ে বর্তমানে নিঃস্ব। অন্যের জমিতে ঘর তুলে বসবাস করছি। ভাঙতে ভাঙতে সেই ঘরের পাশে চলে এসেছে আগ্রাসী যমুনা নদী। এবার ভাঙলে কোথাও যাওয়ার জায়গা নেই। পরিবার নিয়ে কোথায় থাকব, সেটা ভেবেই দিন-রাত পার করছি।” মনোয়ারা বেগমের মতো ধীতপুর গ্রামের অসংখ্য মানুষ নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন।
একই গ্রামের গ্রামের কালু মোল্লা (৭৫) বলেছেন, “১৯৮৮ সাল থেকে সোনাতনী ইউনিয়নে বিভিন্ন গ্রামে নদীভাঙন চলছে। এ পর্যন্ত ১১ বার ভাঙনের কবলে পরেছি। ভাঙনে বাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছি। সব হারিয়ে অন্যের জমি ভাড়া নিয়ে ঘর তুলে পরিবার নিয়ে বাস করছি। এ চরের জমিতে পটল, বেগুন, ধান, বাদাম, মাসকলাই, বাঙ্গি, সবজি, ধনিয়াসহ সব ধরনের ফসলের ভালো ফলন হয়। এসব ফসল ফলিয়ে ভালোই দিন কাটছিল আমাদের। কিন্তু, এসব জমি ও ভিটা ভাঙনের মুখে পড়েছে। এ ভিটা ভেঙে গেলে কোথায় গিয়ে আশ্রয় নেব, কী খাব, তা নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়েছি।” কৃষক ফজর আলী আক্ষেপ করে বলেন, “নদী ভাঙতে ভাঙতে সব শেষ হয়ে গেলেও সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। আমরা যুবক থেকে বুড়ো হয়ে গেছি, ভাঙন রোধে শুধুই আশ্বাস পেয়েছি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
কুড়সি গ্রামের মাওলানা নজরুল ইসলাম বলেছেন, “সোনাতনী ইউনিয়নের মাটি সোনার মতোই উর্বর। এখানে যে ফসলই বোনা হয়, ব্যাপক ফলন হয়। যমুনা নদীর ভাঙনে গরুর হাট, মসজিদ, মাদ্রাসা, বাড়ি, ফসলি জমি সবই হারিয়ে যাচ্ছে। এতে চরের মানুষগুলো দিশেহারা হয়ে পড়ছেন। ভাঙন রোধে সরকার দ্রুত ব্যবস্থা না নিলে ইউনিয়নটি মানচিত্র থেকেই হারিয়ে যাবে।”স্থানীয়রা জানান, গত এক বছরে সোনাতনী ইউনিয়নের শ্রীপুর থেকে বারোপাখিয়া পর্যন্ত পাঁচ-ছয়টি গ্রামের তিন শতাধিক বাড়ি যমুনা নদীতে চলে গেছে। ভাঙন রোধে এখানে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।কথা হয় সদর উপজেলার ভাটপিয়ারী গ্রামের আমজাদ আলী, আব্দুল হামিদ, হাবিবুর রহমানসহ কয়েকজন কৃষকের সঙ্গে। তারা বলেন, যমুনার ভাঙনে ভাটপিয়ারী গ্রামের পুরোটাই নদীগর্ভে চলে গেছে। দফায় দফায় বাড়ি-ঘর ভেঙে এখানকার কৃষকরা ওয়াপদা’র পাশে আশ্রয় নিয়ে বসবাস করছেন। কয়েক সপ্তাহ ধরে চলা ভাঙনে কৃষকরা আতঙ্কে আছেন। ইতোমধ্যে বেশকিছু কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধ না হলে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হবে।
শাহজাদপুর উপজেলার কৃষি কর্মকর্তা জেরিন আহমেদ বলেন, দীর্ঘ ছয় বছর ধরে তিনটি ইউনিয়নের গ্রামগুলোর কমপক্ষে ২৮০ হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এর বিপরীত পাশে ৯০ হেক্টরের বেশি জমি জেগে উঠেছে। যেসব ফসলি জমি নতুন করে নদীগর্ভে যাচ্ছে, সেসব জমির মালিক তাৎক্ষণিকভাবে কিছুটা হলেও ক্ষতির মধ্যে পড়ছেন।শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, নদীতে পানি বৃদ্ধির ফলে সোনাতনী ইউনিয়নসহ চরাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, সদর ও শাহজাদপুর উপজেলায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন এলাকা পরিদর্শনসহ সেখানে জিও ব্যাগ ফেলা হচ্ছে। আশা করছি, কোনো সমস্যা হবে না।চরাঞ্চলের উন্নয়নে একটি প্রকল্প চালু হওয়ার কথা রয়েছে, জানিয়ে তিনি বলেন, প্রকল্পটি চালু হলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স