ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে বিয়ে নয়, নাগরিকদের সতর্ক করল চীনা দূতাবাস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৩:১৪:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৩:১৫:২৬ অপরাহ্ন
বাংলাদেশে বিয়ে নয়, নাগরিকদের সতর্ক করল চীনা দূতাবাস ​এআই জেনারেটেড ছবি। সংগৃহীত
বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এক নির্দেশনায় বলেছে, ‘চীনা নাগরিকদের বিদেশি বিবাহ সম্পর্কিত আইন কঠোরভাবে অনুসরণ করা উচিত, অবৈধ ম্যাচমেকিং এজেন্টদের এড়িয়ে চলা উচিত এবং ছোট ভিডিও প্ল্যাটফর্মে ‘ক্রস ডেটিং’ কনটেন্টের মাধ্যমে বিভ্রান্ত না হওয়া উচিত।’ রোববার (২৫ মে) রাতে জারি করা ওই নির্দেশনায় একই সঙ্গে ‘বিদেশি স্ত্রী কেনার’ ধারণা প্রত্যাখ্যান করতে এবং বাংলাদেশে বিয়ে না করার ব্যাপারে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে চীনা দূতাবাস।

চীনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, চীনা আইন অনুসারে, কোনো নাগরিক আন্তঃসীমান্ত বিবাহ পরিষেবাগুলোতে প্রকাশ্যে বা গোপনে জড়িত হতে পারে না। প্রতারণার মাধ্যমে কিংবা লাভের আশায় এ ধরনের কার্যকলাপ পরিচালনা করার কোনো অনুমতি নেই।

ঢাকাস্থ চীনা দূতাবাস আরও বলেছে, চীনা নাগরিকদের বাণিজ্যিক আন্তঃসীমান্ত বিবাহ সংস্থাগুলো থেকে দূরে থাকার এবং অনলাইন প্রেমের ফাঁদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এরই মধ্যে যারা এ ধরনের ফাঁদের শিকার হয়েছেন, অবিলম্বে তাদের চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষকে অবহিত করা উচিত।

দূতাবাস বলেছে, বাংলাদেশ মানবপাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশে অবৈধ আন্তঃসীমান্ত বিয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের সম্মুখীন হতে পারে।

বাংলাদেশের দণ্ডবিধি এবং মানব পাচারবিরোধী আইনে বলা হয়েছে, মানব পাচারকারীদের কমপক্ষে সাত বছর, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডের পাশাপাশি কমপক্ষে ৫ লাখ টাকা জরিমানা হতে পারে। দূতাবাস জানিয়েছে, যারা মানব পাচারে উস্কানি, পরিকল্পনা, বাস্তবায়ন বা সহায়তা করে, তাদের তিন থেকে সাত বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা হতে পারে।

চীনা দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া প্রায়শই দীর্ঘ হয়। মানবপাচারের সন্দেহে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তাহলে পুলিশ মামলা দায়ের থেকে আদালতে সাজা প্রদান পর্যন্ত কয়েক মাস এমনকি বছরের পর বছর সময় লাগতে পারে। 

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ