ঢাকা , সোমবার, ২৬ মে ২০২৫ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​নাচোলে তিনদিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৭:৪০:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৭:৪০:৪৮ অপরাহ্ন
​নাচোলে তিনদিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলায় তিনদিন ব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি মালিকদের সেবা দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে এ মেলার উদ্বোধন করা হয়। 

ভূমি মেলায় সহকারী কমিশনার (ভূমি) ও উপসহকারী কমিশনার (ভূমি), কর্মকর্তা-কর্মচারিসহ সেবাগ্রহিতাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে নাচোল উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা বুথের সামনে শেষ হয়। তিনদিন ব্যাপি এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের উপসহকারী কমিশনার (ভূমি) নেজাম উদ্দিন, নেজামপুর ও কসবা ইউনিয়ন  উপসহকারী কমিশনার (ভূমি) রবিউল ইসলাম, ফতেপুর ইউনিয়ন উপসহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া জানান, ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, সেবা বুথে অনলাইনের মাধ্যমে যাবতীয় আবেদন আপলোড করা, তাতক্ষনিক ভূমির দাখিলা প্রদান, সেবা গ্রহিতাদের অভিযোগ গ্রহণ, রেকর্ড সংশোধন ও মিসকেস সংক্রান্ত শুনানী, ভূমি সেবা বিষয়ক জনসচেতনতার জন্য লিফলেট, বুকলেট বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ