মুকুল দেবের শেষ পোস্ট ঘিরে রহস্য
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৫-০৫-২০২৫ ০৫:১৫:১১ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৫-২০২৫ ০৫:১৫:১১ অপরাহ্ন
ফাইল ছবি
না ফেরার দেখে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শুক্রবার (২৩ মে) মৃত্যু হয় এ অভিনেতার। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। শনিবার (২৪ মে) অভিনেতার মৃত্যুর বিষয়টি প্রকাশ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব। ভর্তি ছিলেন আইসিইউতে।
এর মধ্যে শোনা যাচ্ছে, একাকীত্ব ও অবসাদ ঘিরে ধরেছিল তাকে। নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। এর মধ্যেই মুকুলের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য।
মা-বাবার মৃত্যুর পরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন মুকুল। একা থাকতেন। কন্যাও সেভাবে বাড়িতে থাকতেন না। তাই একাকিত্বে ভুগছিলেন। অভিনেতার মৃত্যুর পর অবসাদের কথাও উঠে আসছে।
সেই জল্পনা উসকে দিয়েছে প্রয়াত অভিনেতার শেষ পোস্ট। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি শেষ পোস্ট করেছিলেন মুকুল।
অভিনেতা পেশায় বিমানচালকও ছিলেন। শেষ পোস্টেও বিমান থেকে তোলা একটি ভিডিও। তাতে দেখা যায় মেঘের ফাঁক থেকে উঁকি দিচ্ছে দিগন্তরেখা। সেই ভিডিওর ক্যাপশনে মুকুল লেখেন, অন্ধকার পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তা হলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে।
ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর ‘ব্রেন ড্যামেজ’ গানের থেকে এই পংক্তি উদ্ধৃত করেছিলেন তিনি। এই গানে এক উন্মাদের কথা বলা হয়েছে।
শেষ পোস্টে এমন গান থেকে উদ্ধৃতি করায়, মুকুলের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ভক্তদের মাঝে। তবে অভিনেতাকে নিয়ে তার ভাই রাহুল দেব সামাজিক মাধ্যমে লেখেন, গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মুকুল। মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ মুকুল। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও। ‘সন অব সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ এবং ‘জয় হো’সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন মুকুল। টেলিভিশনেও তিনি ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এমনকি বাংলা বেশ কিছু সিনেমাতে খল নায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তার মধ্যে অন্যতম জিৎ এর ‘আওয়ারা’।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স