আসিফ-মাহফুজ জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে আছেন: হাসনাত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৫-২০২৫ ০১:৩৯:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৫-২০২৫ ০২:৩৬:১০ অপরাহ্ন
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে সংবিধান সংস্কারসহ মৌলিক সংস্কার, জুলাইয়ে গণহত্যার বিচার এবং নির্বাচনের রোডম্যাপ চাচ্ছি। পাশাপাশি কী কী বিষয়ে মৌলিক সংস্কার চাচ্ছি এ বার্তাগুলো মানুষের সামনে পৌঁছানোর চেষ্টা করছি।’
রবিবার (২৫ মে) সকালে দক্ষিণ চট্টগ্রামের ৯টি উপজেলা পথসভায় বের হওয়ার আগে নগরীর বিপ্লব উদ্যানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় হাসনাত আবদুল্লাহর সঙ্গে এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারে থাকা দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যে দুই জন (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) উপদেষ্টার কথা তারা বলেছেন তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এ সরকারে প্রতিনিধিত্ব করছেন। তারা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়। এমনকি এনসিপির প্রতিনিধি হিসেবে তারা এ সরকারে নেই বরং গণ-অভ্যুত্থানের সকলের প্রতিনিধি হিসেবে তারা এই অন্তর্বর্তী সরকারে প্রতিনিধিত্ব করছেন। তাদেরকে একটি দলীয় পরিচয়ে পরিচিত করার মধ্য দিয়ে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। এ বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দলের মধ্যে পলিসির জায়গা থেকে মতপার্থক্য থাকবেই। সংকটকালীন সময় যখন আসে, এই বিভেদটাই কাটিয়ে উঠে আমরা আবার ঐক্যবদ্ধ হই, এটাই আমাদের জাতীয় চরিত্র। তো সেই জায়গা থেকে বিভেদ-মতপার্থক্য যেমন চলমান রয়েছে, আবার জাতীয় সংকট উত্তরণের সামগ্রিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।’তিনি আরও বলেন, ‘যখনই সংকট এসেছে, যখনই দেশি-বিদেশি কিংবা অভ্যন্তরীণ দেশবিরোধী ষড়যন্ত্র হয়েছে, আমরা সামগ্রিকভাবে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি দল এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি, যাদের দীর্ঘদিনের লড়াই-সংগ্রাম রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবেই দেশবিরোধী এবং বাইরের যে ষড়যন্ত্র রয়েছে, সেগুলো আমরা প্রতিহত করেছি।’
রবিবার সকাল ৮টায় চট্টগ্রামের বিপ্লব উদ্যানে জমায়েত হয়ে সেখান থেকে দক্ষিণ জেলায় পথসভার উদ্দেশে যাত্রা শুরু করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তার সফর সঙ্গীরা। প্রথমেই কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় পথসভা করার কথা রয়েছে সকাল ৯টায়। এরপর সকাল ১০টায় আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী, সকাল ১১টায় বাঁশখালী উপজেলা চত্বরে, দুপুর ২টায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায়, বিকেল সাড়ে ৩টায় দোহাজারী পৌরসভা এলাকায়, বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া কলেজগেট মোড় এলাকায়, ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদন্ডি, ফুলতল এলাকায় পথসভা করার কথা রয়েছে।
এদিকে, হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতৃবৃন্দের দক্ষিণ চট্টগ্রামের এ পথসভাকে ঘিরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স