একনেকে ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকার ৯ প্রকল্প অনুমোদন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৪-০৫-২০২৫ ০৮:৪৯:০০ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৫-২০২৫ ০৯:৪০:৫৬ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শনিবার (২৪ মে) চলতি অর্থবছরের একাদশ একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। অনুমোদিত নয়টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং তিনটি সংশোধিত প্রকল্প।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়নে ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা এবং বাকি ৮১৬ কোটি ২৫ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে।
সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো-
৮টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ, ১৫টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্প, ধর্ম মন্ত্রণালয়ের 'নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)' প্রকল্প, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান পুনরুদ্ধার ও অগ্রগতি (আরএআইএসই): প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনঃএকত্রীকরণ' প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প 'গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম ডেভেলপমেন্ট ফর ওজোপাডিকো' এবং 'পাওয়ার ট্রান্সমিশন স্ট্রেংদেনিং এন্ড ইন্টিগ্রেইশন অব রিনিউয়েবল এনার্জি', স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, 'আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্লস্ট্রাকচার (ইউসিআরআইপি) এবং প্রবৃদ্ধি: স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি) ১ম সংশোধিত প্রকল্প।
এছাড়াও, একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক পূর্বে অনুমোদিত চারটি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়েছিল।
সংশ্লিষ্ট উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা সভায় উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স