'আগামীতে যারা দেশে শাসন করবে তাদের পথ পরিষ্কার করতে এসেছি'
আপলোড সময় :
১৪-১০-২০২৪ ০৫:৫৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১০-২০২৪ ০৬:০১:২২ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
অন্তবর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের খুব নাজুক সময়ে আমরা দেশের দায়িত্বে নিয়েছি। আমাদের সময় বেশি নেই। আমরা দেশ শাসন করতে আসিনি। আগামী দিনে যারা দেশ শাসন করবে তাদের পথ পরিষ্কার করতে এসেছি।
সোমবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় কামিল (তাফসির, হাদিস, ফিকহ ও আদব) বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা খালিদ হোসেন বলেন, বহু বছর ধরে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। ভোট দিতে যেতে পারেনি। দেশে নষ্ট হয়ে যাওয়া ভোটের সংস্কৃতি পুনরুদ্ধার করতে চাই। ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে নির্বাচনের ব্যবস্থা করব। ওই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এই নির্বাচনে দেশের জনগণ যাদের নির্বাচিত করবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিব।
সাম্প্রদায়িক সন্ত্রাসীদের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এদেশে যারা বিভেদ তৈরি করতে চায় এবং ধর্মীয় উপাসনালয়ে হামলা করতে চায়; তারা কোন ধর্মের মানুষ নয়। তারা ধার্মিক নয়, তারা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের আমাদের প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, আলেম-ওলামারা হলেন এদেশের আলোকবর্তিকা। তাঁদের দ্বারা দেশের মানুষ আলোকিত হয়। প্রতিনিয়তই আলেম-ওলামারা দেশের মানুষকে কোরআন, ইজমা, কিয়াস, সিরতে রাসুল, সিরতে সাহাবা, পীর, মাশায়েখ, বুজুর্গানেদ্বীন ও সুফীদের জীবনধারার সাথে পরিচয় করা করিয়ে দিচ্ছেন। তাই, আলেম-ওলামাদের পাশাপাশি তাদের কর্মস্থল মাদ্রাসাগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে।
মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীনের সভাপতিত্বে আ'লা হযরত ইমাম আহমদ রেজা (রহ.) অডিটরিয়ামে সবক প্রদান ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল ওদুদ আল কাদেরী ও সহকারী অধ্যাপক আলী আজগর।
মাদ্রাসার শিক্ষক প্রভাষক মাওলানা শফিউল আজমের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া এবং হাটহাজারীর মডেল থানার ওসি মো. হাবিবুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সবক প্রদান ও দোয়া মাহফিলে শেষে মাদ্রাসার প্রধান মুফাসসির গাজী শফিউল আলম নেজামী দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/হাটহাজারি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স