গঙ্গামতি সৈকতের বেলাভূমে মৃত ডলফিন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৫-২০২৫ ০২:০৯:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৫-২০২৫ ০২:০৯:৫৮ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটনপল্লী গঙ্গামতি সৈকতের বেলাভূমে একটি মৃত ডলফিন আটকে আছে। এটির শরীরে পচন ধরেছে। ছড়াচ্ছে দূর্গন্ধ। স্থানীয় জেলে মাহমুদ হাসান জানান, দুই দিন আগে মৃত ডলফিনটি জোয়ারের পানিতে ভেসে এসে চরে আটকে গেছে। বালিতে আটকে এটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দর্শনার্থী মহিউদ্দিন আহমেদ জানান, এটি আনুমানিক সাড়ে চার ফুট লম্বা। শুক্রবার (২৩ মে) শেষ বিকালে তারা দেখতে পেয়েছেন। প্রায় ১৫০ কেজি ওজন হতে পারে বলে তার ধারনা। এটির দুর্গন্ধে পর্যটক-দর্শনার্থীর সমস্যা হচ্ছে। বালু চাপা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সবাই।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, তাদের টিমের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। এটি মাটি চাপা দেওয়ার জন্য বনবিভাগকে অবহিত করার কথা জানান তিনি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স