ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​শাকিব খান ‘ফিফটি পারসেন্ট’ অপুর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১২:২৬:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১২:২৬:৩৬ অপরাহ্ন
​শাকিব খান ‘ফিফটি পারসেন্ট’ অপুর ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খানের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই নায়িকা। সিনেমায় অনিয়মিত হলেও বর্তমানে মডেল হিসেবেই ব্যস্ত সময় পার করছেন তিনি। 

অন্যদিকে শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি সিনেমার নায়িকা তিনি। সম্প্রতি শাকিব খান সিনে জগতে ২৫ বছর পূর্তি করেছেন। তুমুল জনপ্রিয় এই নায়ক সম্প্রতি চলচ্চিত্রে ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা অর্জন করেছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর ওই আসরে শাকিব খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান। শাকিব খানের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা প্রাপ্তির ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস।

ওই সম্মাননা প্রাপ্তির ছবি নিজের ফেসবুকে পেইজে শেয়ার দিয়ে অপু বিশ্বাস লিখেছেন ‘কনগ্রাচুলেশন মাই কিং’। এরপরে লাভ ইমোজির ছবি জুড়ে দিয়েছেন নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অপুর এই পোস্ট। চার হাজারের বেশি কমেন্ট পড়েছে। তবে নেটিজেনদের অধিকাংশই লিখেছেন, ‘শাকিব খান ফিফটি পারসেন্ট আপনার ফিফটি পারসেন্ট বুবলীর।’নেটিজেনদের কমেন্টে পাল্টা কমেন্ট করেননি অপু বিশ্বাস। 

উল্লেখ্য, শাকিব খান ও অপুর দীর্ঘ আট বছরের সংসারের আইনী সমাপ্তি ঘটার পরে চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। নায়ক একাধিক সাক্ষাৎকারে বলেছেন, অপু, বুবলী দুইজনই তার জীবনে অতীত।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ