ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​স্ত্রী-সন্তান নিয়ে প্রাণে বাঁচলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৭:১৮:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৭:১৯:০৭ অপরাহ্ন
​স্ত্রী-সন্তান নিয়ে প্রাণে বাঁচলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ​ফাইল ছবি ​। সংগৃহীত
সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে তাঁর বনানীর ভবনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বাপ্পা মজুমদার।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’

বাপ্পা মজুমদার গণমাধ্যমকে জানান, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখেন। আগুনের আঁচ এসে মুখে লাগে। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এমন অবস্থায় পাশেই থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ হয়। এরপর অভিনয়শিল্পী স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে ভবন থেকে বের হন বাপ্পা।

বাপ্পা মজুমদার বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। ভোরে রাস্তায় মানুষ কম ছিল বিধায় ফায়ার সার্ভিস দ্রুত আসতে পেরেছিল। নইলে কী যে হতো, ভাবতেই পারছি না। আমি এখনো মানসিক ট্রমা থেকে বের হতে পারিনি। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।’

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ