ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের কাছে এবার অপমানিত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৪:০৭:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৪:১০:২০ অপরাহ্ন
ট্রাম্পের কাছে এবার অপমানিত  দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ​ছবি: সংগৃহীত
হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে গিয়ে অপমানিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। শান্তিপূর্ণ আলোচনা ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের আশায় অনুষ্ঠিত বৈঠকটি আচমকাই রূপ নেয় তীব্র বিতর্কে।

বুধবার (২১ মে) অনুষ্ঠিত এই বৈঠকে ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ‘শ্বেতাঙ্গ চাষিদের গণহত্যা’র অভিযোগ তোলেন। একটি ভিডিও উপস্থাপন করে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের হত্যা করা হচ্ছে এবং সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভিডিওতে বাজানো হয় ‘শুট দ্য বোয়ের’ গান, যা সরকারবিরোধী নেতা জুলিয়াস মালেমার একটি পুরোনো প্রতিবাদ কর্মসূচির অংশ।

ট্রাম্প ভিডিওটি উপস্থাপন করে বলেন, ‘আপনারা কৃষকদের জমি নিয়ে নিচ্ছেন, তারপর তাদের হত্যা করছেন। কেউ কিছু করছে না।’

এই অভিযোগ সরাসরি অস্বীকার করে রামাফোসা বলেন, ‘আমাদের দেশে অপরাধ হয়, কিন্তু নিহতদের মধ্যে বেশিভাগই কৃষ্ণাঙ্গ। শ্বেতাঙ্গরাও এই দেশেরই নাগরিক। যদি এখানে গণহত্যা হতো, তাহলে আমার সঙ্গে থাকা শ্বেতাঙ্গ প্রতিনিধিরা– এর্নি এলস, রেটিফ গুসেন ও জোহান রুপার্ট – আজ এখানে থাকতেন না।’

তিনি আরও বলেন, ‘জুলিয়াস মালেমার দল একটি ছোট বিরোধী দল। তাদের এমন বক্তব্য দক্ষিণ আফ্রিকার জনগণের মত নয়। এটি আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রকাশ।’

ওবামা প্রশাসনের সাবেক দক্ষিণ আফ্রিকা দূত প্যাট্রিক গাসপার্ড এই ঘটনাকে ‘লজ্জাজনক’ ও ‘পরিকল্পিত অপমান’ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে দক্ষিণ আফ্রিকার ওয়াশিংটন দূত ইব্রাহিম রাসুল বলেন, ‘ট্রাম্প শ্বেতাঙ্গ আধিপত্যবাদ উসকে দিচ্ছেন এবং একটি সাদা নিপীড়নের গল্প তৈরি করছেন।’ এই মন্তব্যের জেরে গত মার্চে তাকেও বহিষ্কার করে ওয়াশিংটন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কড়া অবস্থান নেন। ‘ভূমি উদ্ধার আইন’ পাস করার পর যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকাকে দেওয়া গুরুত্বপূর্ণ সহায়তা স্থগিত করে। এ ছাড়া প্রায় ৬০ জন আফ্রিকানারকে রাজনৈতিক আশ্রয় দেয়।

এর আগেও হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকে গিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অপমানিত হয়েছিলেন।

সূত্র : বিবিসি

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ