দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৫-২০২৫ ০৮:৩৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৫-২০২৫ ০৮:৩৩:৩৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রিকশাচালক তুহিন হত্যাসহ দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে জামিন দেননি আদালত।
জামিন শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মিনারুল হত্যা মামলায় আইভীর বিরুদ্ধে চিফ জুডিশিয়াল আদালতে পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় জেলা ও দায়রা জজ সংশ্লিষ্ট আদালতে রিমান্ড শুনানির নির্দেশ দেন। আগামী রোববার (২৫ মে) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি রিমান্ড শুনানি হবে।
বুধবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পৃথক দুটি হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলায় জামিন শুনানিতে এ আদেশ প্রদান করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) কাউয়ুম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে গুলিতে মিনারুল নামে এক যুবক খুন হয়। এ মামলায় আইভীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আইভীর বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে। তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর আইভীকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিনকে শামীম ওসমান গুলি করে হত্যা করেছে এজাহারে উল্লেখ আছে। একই এজাহারে সাবেক মেয়র আইভীর শুধু নাম রয়েছে কোনো ভূমিকা উল্লেখ নাই। এ মামলায় আইভীর জামিন পাওয়ার অধিকার রয়েছে।
আইভীর আরেক আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, দুটি হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলায় জেলা জজ আদালতে সিআর মিস করে জামিন শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী একটি হত্যা মামলায় আইভীর বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন উপস্থাপন করেছেন। এত দিন রিমান্ড আবেদন না করে জামিন শুনানির কথা জেনে পুলিশ এ আবেদন করতে পারে না। রিমান্ড শুনানির কারণে এ মামলার জামিন শুনানি পেছানোর কোনো অবকাশ নেই। উচ্চ আদালতে সিআর মিস আছে জেনে এ মামলায় রিমান্ডের আবেদন আসে কিভাবে? এ বিষয়ে সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স