ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​কোরবানির পশুর চামড়ার দাম বাড়বে: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৭:৪০:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৭:৪০:৩৭ অপরাহ্ন
​কোরবানির পশুর চামড়ার দাম বাড়বে: বাণিজ্য উপদেষ্টা ​ফাইল ছবি
চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষে গতবছরের চেয়ে এ বছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষে গতবছরের চেয়ে এ বছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) চামড়ার মূল্য নির্ধারণী সভায় মূল্য চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, চামড়া মজুত কিংবা ব্যবস্থাপনায় কোনোভাবেই যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে সেজন্য তৎপর সরকার। এ বছর চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষে এতিমখানা এবং মাদরাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ