ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​ইসি পুনর্গঠন-স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০১:৫০:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৫:২৭:০০ অপরাহ্ন
​ইসি পুনর্গঠন-স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২১ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে দলটির মহানগর উত্তর শাখা এ কর্মসূচি আয়োজন করে।

বিক্ষোভ-সমাবেশকে কেন্দ্র করে ১১টার পর থেকেই ইসি ভবনের সামনের সড়কে জড়ো হতে থাকেন এনসিপির নেতা-কর্মীরা। পরে বেলা সাড়ে ১১টা নাগাদ কর্মসূচি শুরু হয়।

সমাবেশে এনসিপির মিরপুর মডেল থানার প্রতিবিধি সাইফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের কারণে আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ চাই। আমরা এ নির্বাচন কমিশনের পুনর্গঠন চাই। সারাদেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। স্থানীয় নির্বাচন দিয়ে জনগণের ভোগান্তি কমাতে হবে। 

গুলশান থানার প্রতিনিধি নূর ইসলাম জুয়েল বলেন, একদল ১৭ বছরে লুটেছে। রাত পোহালে আরেকদল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আমরা বিপ্লব ঘটিয়েছি। আমরা নতুন সংবিধান চাই। নতুন সংবিধানের মাধ্যমে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই। স্থানীয় সরকার নির্বাচনের আগে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। 

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আল-আমীন টুটুল বলেন, আপনারা জানেন বিগত ফ্যাসিবাদের পদধ্বনি এখনো শোনা যাচ্ছে। এক দল খেয়ে গেছে আরেকদল খাওয়া শুরু করেছে।

তিনি আরও বলেন, এখন অলিগলিতে চাঁদাবাজদের মহড়া চলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবৈধভাবে ক্ষমতা দখলের পাঁয়তারা চলছে। নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকার কারণে দক্ষিণ সিটি কর্পোরেশনে এ অস্থিরতা সৃষ্টি হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ