ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​সিরাজগঞ্জে কৃষককে শ্বাসরোধে হত্যা, তিনটি গরু লুট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০১:৩১:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০১:৩১:০২ অপরাহ্ন
​সিরাজগঞ্জে কৃষককে শ্বাসরোধে হত্যা, তিনটি গরু লুট ​ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের চৌহালীতে তারা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল। মঙ্গলবার (২০ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ঘোড়যান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরের একটি অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে। 

বুধবার (২১ মে) সকাল ৯টার দিকে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা মিয়া মুরাদপুর কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে জমি চাষাবাদ ও গরু পালন করতেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে ১০-১২ জনের একটি অজ্ঞাত ডাকাত দল রামদা ও লোহার রড নিয়ে তার ঘরে প্রবেশ করে। এ সময় তারা তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর ডাকাতরা তার তিনটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায়।

চৌহালী থানার ওসি জানান, ডাকাতদল প্রাথমিকভাবে পাঁচটি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও দুটি গরু ঘটনাস্থলের অন্যত্র পাওয়া গেছে।

ওসি আরও জানান, তিনি বর্তমানে ঘটনাস্থলেই রয়েছেন এবং মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ