কলাপাড়ায় আয়রণ ব্রিজ বিধ্বস্ত, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৫-২০২৫ ০৫:০২:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৫-২০২৫ ০৫:০২:০৩ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়নের আজিমপুর-তাহেরপুর গ্রামে যোগাযোগের পুরনো আয়রণ ব্রিজটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে। ব্রিজটি এখন লক্ষীর খালের পানিতে ডুবে আছে। মঙ্গলবার (২০ মে) ভোর রাতে ব্রিজটি বিধ্বস্ত হয়। ফলে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আশপাশের অন্তত দশ গ্রামের শিক্ষার্থী, পর্যটকসহ সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন।
স্থানীয়রা জানান, ২০০১ সালে নির্মিত এই আয়রণ ব্রিজটি অনেক আগেই লোনা পানির কারণে আয়রণ স্ট্রাকচারে জং ধরে জরাজীর্ণ হয়ে গেছে। সিমেন্টর স্লাব অনেক আগেই ভেঙে গেছে। এ কারণে এলজিইডি কলাপাড়া অফিস থেকে ব্রিজটিকে ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত বছর একটি মালবাহী টমটম চলাচলে একাংশ ধসে যায়। এরপরও স্থানীয় মানুষ কাঠের পাটাতনসহ জোড়াতালি দিয়ে ব্রিজটিতে চলাচল সচল রাখেন। সবশেষ মঙ্গলভার ভোরে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা এতোদিন ঝুকি নিয়ে চলাচল করেছেন। এখন তাও শেষ। তারা নতুন একটি গার্ডার ব্রিজ নির্মাণের দাবি করেছেন। শিক্ষার্থী তরিকুল জানায়, এখন স্কুলে যাওয়ায় অনেক বড় সমস্যা হয়ে গেল।
এলজিইডি কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদেকুর রহমান জানান, ব্রিজটি আগেই জীর্ণদশার ছিল। পরিত্যক্ত ছিল। তারপরও সরেজমিনে তদন্ত করে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
তবে ব্রিজটি বিধ্বস্ত হয়ে যাওয়ায় কুয়াকাটায় আসা পর্যটকের ওই পথে চলাচল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি অন্তত দশ গ্রামের মানুষ আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স