দাবি আদায়ে হাইকোর্টের সামনে কারিগরি শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৫-২০২৫ ০২:৫৪:২২ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৫-২০২৫ ০২:৫৪:২২ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
দেশের সর্বোচ্চ আদালতে ‘ক্র্যাফট ইন্সট্রাক্টরদের’ নিয়ে করা রিট বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। রবিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি শিক্ষার্থীরা হাইকোর্ট মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন। গত কয়েক মাস ধরে ৬ দফা দাবি আদায়ে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসব কর্মসূচির মধ্যে ছিল ‘শাটডাউন’ সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ, ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধ।
পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে প্রথমটি হলো, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্র্যাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্র্যাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্র্যাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচি পালনে আজ (রবিবার) তারা হাইকোর্টের সামনে অবস্থান নেন। একই সঙ্গে রাজধানীর ছাড়া দেশের বিভিন্ন জেলায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল ডিপার্টমেন্টেরর শিক্ষার্থী জাকির হোসেন বলেন, আমরা রায় শুনতে এসেছি। আমরা আর স্থগিত চাই নাই, রায় বাতিল চাই। কর্মসূচিতে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী আদিল বলেন, দেশের ইতিহাস সব আন্দোলন ও দাবি আদায়ে শিক্ষার্থীদের ভূমিকা অন্যান্য। ফলে আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। কারিগরি শিক্ষার মান উন্নয়নে সরকারকে এগিয়ে আসতে হবে। রায় বাতিল না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দিয়ে মো. মাসফিক ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। রায় যদি আমাদের পক্ষে না আসে আমরা আবার দেশব্যাপী আন্দোলনে নামবো।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স