ঢাকা , শুক্রবার, ১৬ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​রাগবি টুর্নামেন্টের উদ্বোধনে আসছেন প্রধান উপদেষ্টার মেয়ে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:১৬:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:১৬:০১ অপরাহ্ন
​রাগবি টুর্নামেন্টের উদ্বোধনে আসছেন প্রধান উপদেষ্টার মেয়ে ​ছবি: সংগৃহীত
রাগবি ফেডারেশনের নতুন এডহক কমিটি প্রথমবার আয়োজন করতে যাচ্ছে ‘জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি’। শুক্রবার (১৬ মে) মাঠে গড়াবে এ টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে পল্টনের মাঠে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ ইউনুসের ছোট মেয়ে দিনা আফরোজ ইউনুস। 

বুধবার (১৪ মে) হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেডারেশনের সহসভাপতি ব্যারিষ্টার আনিসুজ্জামান। 

নেপালে তিন ম্যাচের সিরিজ এবং দক্ষিণ এশিয় গেমসে খেলোয়াড় বাছাইয়ের জন্য এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আট গ্রুপে ২৪ দলের অংশগ্রহণ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট। 

এ নিয়ে পলটনের আউটার স্টেডিয়ামে সাজ সাজ রব। খেলোয়াড়দের জন্য ফ্যান, এয়ারকুলারের ব্যবস্থা করা হচ্ছে। তাবু টাঙ্গিয়ে বিশ্রামের ব্যবস্থা করা হচ্ছে। বাহারি ডিজাইনের স্টেজ করা হচ্ছে। 

রাগবি ফেডারেশনের সহ-সভাপতি ব্যারিস্টার আনিসুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুসের মেয়ে দিনা আফরোজ ইউনুস আসবেন রাগবি খেলা দেখতে। তাই আমরা সাজ সজ্জার বাজেটও পাঁচগুণ বাড়িয়েছি। মূলত দিনা আফরোজ ইউনুস আমার বন্ধু। তাই অনুরোধ ফেলতে পারেননি তিনি। 

এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতার উজ জামান ও পৃষ্ঠপোষক ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী এম মাহফুজুর রহমান (এফসিএ)।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ